Wellcome to National Portal
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) বিদ্যুৎ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: (GEMCO) এ ‘Training on Energy Management and Audit in Factories’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজিত


প্রকাশন তারিখ : 2021-10-21

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ ২০৩০ সালে মধ্যে ২০% জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে। উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সুনিদিষ্ট কর্মকৌশল ভিত্তিক জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ সংক্রান্ত মাস্টার প্ল্যান আপটু ২০৩০ প্রণয়ন করা হয়েছে। উক্ত মাস্টার প্ল্যান এর উল্লেখিত কার্যক্রমসমূহের সুষ্ঠু বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে “জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প” এর কার্যক্রম শুরু করা হয়েছে।
 
গত ১৭ অক্টোবর, ২০২১ খ্রি: জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: (GEMCO) এ জ্বালানি নিরীক্ষা সম্পাদন করা হয়। এ জ্বালানি নিরীক্ষা সম্পাদনের পর প্রাপ্ত ফলাফল উপস্থাপন ও এ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: (GEMCO) এর কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে ‘Training on Energy Management and Audit in Factories’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়।  এছাড়াও জেনারেল ইলেক্ট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লি: (GEMCO) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জনাব মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এ জ্বালানি নিরীক্ষা কার্যক্রম ও বর্ণিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মিজ ফারজানা মমতাজ, সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ), স্রেডা, জনাব মোঃ রেজাউল হক, প্রকল্প পরিচালক, জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্প, জনাব তৌফিক রহমান, সহকারী পরিচালক, স্ট্যাডার্ডস এন্ড লেবেলিং ও স্রেডার পরামর্শকবৃন্দ। এ প্রশিক্ষণটির মাধ্যমে শিল্প কলকারখানায় জ্বালানি ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয় এবং জ্বালানি নিরীক্ষার মাধ্যমে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে ধারণা প্রদান করা হয়।